new in blog

LightBlog

Saturday, May 5, 2018

How to open a new gmail account bangla tutorials

How to Create GMAIL Account 

এই  টিউটোরিয়াল টি পড়ে আপনি যা শিখবেন ঃ

  • gmail account কিভাবে খুলে 
gmail account
Gmail

step# 1 NEW ACCOUNT এই লিঙ্কে প্রবেশ করুন | 


তখন আপনি নিচের ছবির মত একটি পেইজ পাবেন

gmail account


Step #2  First name


First name এর জায়গায় আপনার নামের প্রথম অংশ লিখুন | 
gmail account

Step #3 Last name 

Last name এর জায়গায় আপনার নামের শেষ অংশ লিখুন

gmail account

Step #4 Username 

Username এর জায়গায় আপনি যে নামে Gmail Account খুলতে চান তা লিখুন

gmail account

Strep #5 Password 

 Password এর জায়গায়  Password সেট করুন | 
Password সেট করার সময় আপনি [ A-Z ] , [a-z ] , [0-9] এবং যে কোন symbol ব্যবহার করতে পারবেন | 
মনে রাখবেন - Password টি সর্বনিম্ন ৮ সংখ্যার হতে হবে | 

gmail account

Step #6 Confirm password 

Confirm password এর জায়গায় একটু আগে যে password সেট করেছিলেন , সেটি আবার লিখুন

gmail account

Step #7 NEXT 

এখন আপনি NEXT বাটনে ক্লিক করুন |

gmail account

Step #8 Phone verification 

আপনি ঠিকঠাক মত সব তথ্য দিলে আপনার সামনে নিচের ছবির মত একটি পেইজ আসবে | তখন আপনি Step #9 ফলো করবেন | 
gmail account
আপনি যদি ঠিকঠাক মত Username  দিতে না পারেন , তখন আপনার সামনে নিচের ছবির মত একটি পেইজ আসবে , তাতে লেখা থাকবে That username is taken . Try another | এর মানে হলো আপনি যে username দিয়েছেন সেটি আগেই অন্য কেউ নিয়ে নিয়েছে | তখন আপনি ভিন্ন আরেকটি username দিয়ে চেষ্টা করবেন অথবা আপনার  username এর পরে সংখ্যা বসিয়ে চেষ্টা কবেন |
যেমন ঃ dhakabangladesh1971 অথবা yourname2020

gmail account

Step #9 Phone number 

Phone number এর জায়গায় আপনার নিজের Phone number টি লিখুন |

gmail account

Step #10  NEXT 

এখন আপনি NEXT বাটনে ক্লিক করুন |

gmail account

Step #11 Message 

গুগল থেকে আপনার  মোবাইলে একটি ম্যাসেজ আসবে , সেখানে একটি কোড পাবেন ; সেটি মনে রাখুন অথবা কোথাও লিখে রাখুন

নোট ঃ G-495498 is your Google verification code.এটা আমার কোড , আপনাদের কোড ও দেখতে এ রকমই হবে | আপনি যখন কোডটি  verification করাবেন তখন G-  ছাড়া যা আছে তা লেখবেন |


Step #12 Verification code

যে কোড টি পেয়েছেন সেটি Enter verification code এর জায়গায় লিখুন

gmail account

Step #13 Welcome to Google 

সবকিছু ঠিকঠাক থাকলে আপনাকে Welcome to Google  পেইজে নিয়ে যাবে , যেটি দেখতে নিচের ছবির মত |
এই পেইজে আপনার নামের প্রথম অংশ , আপনার gmail address আর ফোন নাম্বার দেখতে পাবেন | আপনার ব্যক্তিগত কিছু তথ্য ঠিকঠাক দিয়ে পেইজটি পূরণ করুন | ছবির নিছে বিস্তারিত লিখে দিলাম |


gmail account


Month  এর জায়গায় আপনার জন্ম সালের মাসের নাম লিখুন , Day এর জায়গায় আপনার জন্ম তারিখ লিখুন , Year এর জায়গায় আপনি যে সালে জন্ম গ্রহণ তা লিখুন , Gender এর জায়গায় আপনি Male (পুরুষ )  নাকি Female ( নারী ) তা লিখে NEXT বাটনে  ক্লিক করুন |

Step #14 Privacy and Terms


আপনার সামনে  Privacy and Terms নামে নিচের ছবির মত একটি পেইজ আসবে সেখানে আপনি I AGREE লেখা বাটনে ক্লিক করুন |

gmail account


Step #15 My Account


সবকিছু ঠিক থাকলে আপনার সামনে My Account নামে নিচের ছবির মত একটি পেইজ আসবে | এখানে আপনার প্রোফাইল সেটআপ করতে পারেন অথবা  Gmail inbox এ গিয়ে দেখে আসতে পারেন গুগল থেকে পাঠানো আপনার জীবনের প্রথম Email |
gmail account

তৈরি হয়ে গেল  আপনার  Gmail Account 

শেষকথা ঃ

 আপনার password টি মনে রাখুন | এই একটি gmail account দিয়ে আপনি গুগলের সব Apps ব্যবহার করতে পারবেন | আপনি যদি এই টিউটোরিয়াল পড়ে উপকৃত হয়ে থাকেন, তাহলে Facebook আর Google+ এ শেয়ার করে অন্যকে সুযোগ করে দিন | 

No comments:

Post a Comment