new in blog

LightBlog

Monday, May 7, 2018

html tags list example

May 07, 2018 0

HTML TAGS LIST EXAMPLE  ২য় পর্ব

html tags list example.  Tag আর attribute এর মাধ্যমে এইচটিএমএল প্রকাশিত হয় কিন্তু Tag আর attribute এর নাম প্রকাশিত হয় না ;  Tag এর মাঝে যা থাকে তাই প্রকাশিত হয় | নিচে উদাহরণ সহ ব্যাখ্যা করা হলো ঃ
html tags list example

<b>

বর্ণনা ঃ এটা হচ্ছে কোন Word বা Sentence কে মোটা করার ট্যাগ |
উদাহরনঃ
<!DOCTYPE HTML>
<html lang="en-US">
<head>
<meta charset="UTF-8">
<title>We Love Bangladesh</title>
</head>
<body>
<!-- This Tutorial created by Md Ashikuzzaman -->
<p> <b>Bangladesh</b>is a beautifull country </p>
</body>
</html>

উপরের কোড টি ব্রাউজারে রান করলে দেখতে পাবেন ঃ
Bangladesh is a beautifull country


নোট ঃ কোন Word বা Sentence কে css দিয়ে মোটা করায় ভালো | 


<bdo>

 বর্ণনা ঃ word বা sentence কে ডান পাশ থেকে বাম পাশে অথবা বাম পাশ থেকে ডান পাশে নেওয়ার ট্যাগ |

উদাহরণ ঃ
লেখা বাম পাশ থেকে শুরু করার জন্য  <bdo> ট্যাগ যেভাবে লিখতে হয় ঃ
<bdo dir="ltr">
<p> লেখা বামপাশ   থেকে শুরু হবে </p>
</bdo>

রেজাল্ট ঃ লেখা বামপাশ থেকে শুরু হবে

লেখা ডান  পাশ থেকে শুরু করার জন্য  <bdo> ট্যাগ যেভাবে লিখতে হয় ঃ
<bdo dir="rtl">
<p> লেখা ডানপাশ    থেকে শুরু হবে </p>
</bdo>

 রেজাল্ট ঃ লেখা ডানপাশ থেকে শুরু হবে
নোট ঃ <bdo> ট্যাগ টি direction attribute এর সাহায্যে পরিচালিত হয় | direction কে সংক্ষেপে dir লেখা হয় |
dir="ltr" মানে হলো ঃ Left To Right
dir ="rtl" মানে হলো ঃ Right to Left

<blockquote>

বর্ণনা ঃ এটা হচ্ছে উক্তি বা মন্তব্য দেওয়ার ট্যাগ |
উদাহরণ ঃ
<!DOCTYPE HTML>
<html lang="en-US">
<head>
<meta charset="UTF-8">
<title>We Love Bangladesh</title>
</head>
<body>
<!-- This Tutorial created by Md Ashikuzzaman -->
<p> পাপ সম্পর্কে কাজী নজরুল ইসলাম বলেছেন</p>
<blockquote>---------------------------------------------- <!-- <blockquote> শুরু -->
এ পাপ মুলুকে পাপ করেনি ক কে আছে পুরুষ নারী , আমরা ত ছার  - পাপে পঙ্কিল পাপীদের কাণ্ডারি
</blockquote>-------------------------------------------------- <!-- </blockquote> শেষ -->
</body>
</html>
উপরের কোড টি ব্রাউজারে রান করলে দেখতে পাবেন ঃ
পাপ সম্পর্কে কাজী নজরুল ইসলাম বলেছেন
এ পাপ মুলুকে পাপ করেনি ক কে আছে পুরুষ নারী , আমরা ত ছার - পাপে পঙ্কিল পাপীদের কাণ্ডারি 

<body>

বর্ণনা ঃ এটা হচ্ছে এইচটিএমএল পেইজ এর বডি সনাক্ত করার ট্যাগ | বডি ট্যাগ এর ভিতরে যা থকে তাই আমরা দেখতে পাই |
উদাহরণ ঃ
<!DOCTYPE HTML>
<html lang="en-US">
<head>
<meta charset="UTF-8">
<title>We Love Bangladesh</title>
</head>
<body>---------------------------------------------------------- <-- <body> শুরু -- >
<!-- This Tutorials created by Md Ashikuzzaman -->
<p> Bangladesh is a beautiful country </p>
</body>----------------------------------------------------------- <!-- </body> শেষ -->
</html>

উপরের কোড টি ব্রাউজারে রান করলে দেখতে পাবেন ঃ
Bangladesh is a beautiful country

<br/>

বর্ণনা ঃ লেখার মাঝে ব্রেক দেওয়ার জন্য এই ট্যাগ ব্যবহৃত হয় |
উদাহরণ ঃ <br/> ট্যাগ বিহীন একটি প্যারাগ্রাফ
<!DOCTYPE HTML>
<html lang="en-US">
<head>
<meta charset="UTF-8">
<title>We Love Bangladesh</title>
</head>
<body>
<!-- This Tutorial created by Md Ashikuzzaman -->
<p>Bangladesh ,Dhaka,Mirpur,Bonani </p>
</body>
</html>

উপরের কোড টি ব্রাউজারে রান করলে দেখতে পাবেন ঃ
Bangladesh ,Dhaka,Mirpur,Bonani

উদাহরণ ঃ <br/> ট্যাগ সহ  একটি প্যারাগ্রাফ
<!DOCTYPE HTML>
<html lang="en-US">
<head>
<meta charset="UTF-8">
<title>We Love Bangladesh</title>
</head>
<body>
<!-- This Tutorial created by Md Ashikuzzaman -->
<p>Bangladesh <br /> Dhaka <br />Mirpur <br />Bonani </p>
</body>
</html>

উপরের কোড টি ব্রাউজারে রান করলে দেখতে পাবেন ঃ
Bangladesh
Dhaka
Mirpur
Bonani

নোট ঃ এটি একটি single tag


<button>

বর্ণনা ঃ বাটন তৈরি করতে এই ট্যাগ ব্যবহৃত হয় | বাটন এ ক্লিক করলে কোন কিছু একটা ঘটে | বাটন কে সুন্দর করতে সিএসএস ব্যবহার করা হয় |
উদাহরণ ঃ
<!DOCTYPE HTML>
<html lang="en-US">
<head>
<meta charset="UTF-8">
<title>We Love Bangladesh</title>
</head>
<body>
<!-- This Tutorial created by Md Ashikuzzaman -->
<button onclick="alert('আপনি বাটন সম্পর্কে বাটন চ্যাপ্টারে বিস্তারিত জানতে পারবেন ')">CLICK ME </button>
</body>
</html>

উপরের কোড টি ব্রাউজারে রান করলে দেখতে পাবেন ঃ



<canvas>

বর্ণনা ঃ গ্রাফিক্স জাতীয় কাজে এই ট্যাগ ব্যবহৃত হয় |
নোটঃ <canvas> ট্যাগের কাজ বুঝতে হলে আপনাকে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে | 

<caption>

বর্ণনা ঃ টেবিল এ ক্যাপশন দেওয়ার জন্য এ ট্যাগ দেওয়া হয় |
<caption> Tag এর উদাহরণ ঃ
<!DOCTYPE HTML>
<html lang="en-US">
<head>
<meta charset="UTF-8">
<title>This is HTML Tutorials</title>
</head>
<body>
<table>                            <!--<table> ট্যাগ শুরু -->

<caption>Employ List</caption>

<tr>
<td>Name</td>
<td>Old</td>
<td>Expart</td>
</tr>
</table>                            <!-- </table> ট্যাগ শেষ-->
</body>
</html>

বিস্তারিত জানতে HTML TABLE TAG DESCRIPTION পড়ুন 

<cite>


বর্ণনা ঃ একটি কাজের শিরোনাম দেওয়ার জন্য এ ট্যাগ ব্যবহৃত হয় |
<cite> ব্যবহারের নিয়ম ঃ
<!DOCTYPE HTML>
<html lang="en-US">
<head>
<meta charset="UTF-8">
<title>This is HTML Tutorials</title>
</head>
<body>
<p>This is a <cite>HTML</cite>  tutorials</p>
</body>
</html>

<code>

বর্ণনা ঃ কম্পিউটারের কোন বিষয় কে চিহ্নিত করার জন্য <code> ট্যাগ ব্যবহৃত হয় | 
<!DOCTYPE HTML>
<html lang="en-US">
<head>
<meta charset="UTF-8">
<title>This is HTML Tutorials</title>
</head>
<body>
<p><code> This is computer code</code> and this is normal paragraph </p>
</body>
</html>

Saturday, May 5, 2018

How to open a new gmail account bangla tutorials

May 05, 2018 0

How to Create GMAIL Account 

এই  টিউটোরিয়াল টি পড়ে আপনি যা শিখবেন ঃ

  • gmail account কিভাবে খুলে 
gmail account
Gmail

step# 1 NEW ACCOUNT এই লিঙ্কে প্রবেশ করুন | 


তখন আপনি নিচের ছবির মত একটি পেইজ পাবেন

gmail account


Step #2  First name


First name এর জায়গায় আপনার নামের প্রথম অংশ লিখুন | 
gmail account

Step #3 Last name 

Last name এর জায়গায় আপনার নামের শেষ অংশ লিখুন

gmail account

Step #4 Username 

Username এর জায়গায় আপনি যে নামে Gmail Account খুলতে চান তা লিখুন

gmail account

Strep #5 Password 

 Password এর জায়গায়  Password সেট করুন | 
Password সেট করার সময় আপনি [ A-Z ] , [a-z ] , [0-9] এবং যে কোন symbol ব্যবহার করতে পারবেন | 
মনে রাখবেন - Password টি সর্বনিম্ন ৮ সংখ্যার হতে হবে | 

gmail account

Step #6 Confirm password 

Confirm password এর জায়গায় একটু আগে যে password সেট করেছিলেন , সেটি আবার লিখুন

gmail account

Step #7 NEXT 

এখন আপনি NEXT বাটনে ক্লিক করুন |

gmail account

Step #8 Phone verification 

আপনি ঠিকঠাক মত সব তথ্য দিলে আপনার সামনে নিচের ছবির মত একটি পেইজ আসবে | তখন আপনি Step #9 ফলো করবেন | 
gmail account
আপনি যদি ঠিকঠাক মত Username  দিতে না পারেন , তখন আপনার সামনে নিচের ছবির মত একটি পেইজ আসবে , তাতে লেখা থাকবে That username is taken . Try another | এর মানে হলো আপনি যে username দিয়েছেন সেটি আগেই অন্য কেউ নিয়ে নিয়েছে | তখন আপনি ভিন্ন আরেকটি username দিয়ে চেষ্টা করবেন অথবা আপনার  username এর পরে সংখ্যা বসিয়ে চেষ্টা কবেন |
যেমন ঃ dhakabangladesh1971 অথবা yourname2020

gmail account

Step #9 Phone number 

Phone number এর জায়গায় আপনার নিজের Phone number টি লিখুন |

gmail account

Step #10  NEXT 

এখন আপনি NEXT বাটনে ক্লিক করুন |

gmail account

Step #11 Message 

গুগল থেকে আপনার  মোবাইলে একটি ম্যাসেজ আসবে , সেখানে একটি কোড পাবেন ; সেটি মনে রাখুন অথবা কোথাও লিখে রাখুন

নোট ঃ G-495498 is your Google verification code.এটা আমার কোড , আপনাদের কোড ও দেখতে এ রকমই হবে | আপনি যখন কোডটি  verification করাবেন তখন G-  ছাড়া যা আছে তা লেখবেন |


Step #12 Verification code

যে কোড টি পেয়েছেন সেটি Enter verification code এর জায়গায় লিখুন

gmail account

Step #13 Welcome to Google 

সবকিছু ঠিকঠাক থাকলে আপনাকে Welcome to Google  পেইজে নিয়ে যাবে , যেটি দেখতে নিচের ছবির মত |
এই পেইজে আপনার নামের প্রথম অংশ , আপনার gmail address আর ফোন নাম্বার দেখতে পাবেন | আপনার ব্যক্তিগত কিছু তথ্য ঠিকঠাক দিয়ে পেইজটি পূরণ করুন | ছবির নিছে বিস্তারিত লিখে দিলাম |


gmail account


Month  এর জায়গায় আপনার জন্ম সালের মাসের নাম লিখুন , Day এর জায়গায় আপনার জন্ম তারিখ লিখুন , Year এর জায়গায় আপনি যে সালে জন্ম গ্রহণ তা লিখুন , Gender এর জায়গায় আপনি Male (পুরুষ )  নাকি Female ( নারী ) তা লিখে NEXT বাটনে  ক্লিক করুন |

Step #14 Privacy and Terms


আপনার সামনে  Privacy and Terms নামে নিচের ছবির মত একটি পেইজ আসবে সেখানে আপনি I AGREE লেখা বাটনে ক্লিক করুন |

gmail account


Step #15 My Account


সবকিছু ঠিক থাকলে আপনার সামনে My Account নামে নিচের ছবির মত একটি পেইজ আসবে | এখানে আপনার প্রোফাইল সেটআপ করতে পারেন অথবা  Gmail inbox এ গিয়ে দেখে আসতে পারেন গুগল থেকে পাঠানো আপনার জীবনের প্রথম Email |
gmail account

তৈরি হয়ে গেল  আপনার  Gmail Account 

শেষকথা ঃ

 আপনার password টি মনে রাখুন | এই একটি gmail account দিয়ে আপনি গুগলের সব Apps ব্যবহার করতে পারবেন | আপনি যদি এই টিউটোরিয়াল পড়ে উপকৃত হয়ে থাকেন, তাহলে Facebook আর Google+ এ শেয়ার করে অন্যকে সুযোগ করে দিন | 

Friday, May 4, 2018

html tags list bangla tutorials

May 04, 2018 0
html tags list ই মূলত এইচটিএমএল এর প্রধান উপাদান | Tag আর attribute এর মাধ্যমে এইচটিএমএল প্রকাশিত হয় কিন্তু Tag আর attribute এর নাম প্রকাশিত হয় না ;  Tag এর মাঝে যা থাকে তাই প্রকাশিত হয় |
html tags list
html tag structure 

HTML TAGS LIST পর্ব ১ 

নিচের কোডটি   Notepad++  লিখলে ঃ
<!DOCTYPE HTML>
<html lang="en-US">
<head>
<meta charset="UTF-8">
<title>We Love Bangladesh</title>
</head>
<body>
<p>Bangladesh is a small but beautifull country</p>
</body>
</html>
Browser এ প্রকাশিত হবে ঃ
Bangladesh is a small but beautifull country

<body>
<p>এখানে যা লেখবেন ব্রাউজারে তা প্রকাশিত হবে </p>
<h1>এখানে যা লেখবেন ব্রাউজারে তা প্রকাশিত হবে </h1>
</body>

html tags list with description

<!-- -->

বর্ণনা ঃ এটা হচ্ছে comment করার ট্যাগ | এর মাঝে যা কিছু লেখবেন তা ব্রাউজারে প্রকাশিত হবে না | HTML পেইজের যে কোন জায়গায় এই ট্যাগ ব্যবহার করেত পারবেন |

উদাহরনঃ

 < !-- This Tutorials create by Md Ashikuzzaman -->

এইচটিএমএল পেইজে যেভাবে কমেন্ট করা হয় ঃ 

<!DOCTYPE HTML>
<html lang="en-US">
<head>
<meta charset="UTF-8">
<title>We Love Bangladesh</title>
</head>
<body>
<!-- This Tutorials created by Md Ashikuzzaman --> <p>Bangladesh is a small but beautifull country</p>
</body>
</html>

<!DOCTYPE >

বর্ণনা ঃ এটা হছে HTML এর ভার্সন ঘোষণা করার ট্যাগ | একটি এইচটিএমএল পেইজে সর্ব প্রথম এই ট্যাগ ব্যবহার করতে হয় |
উদাহরনঃ

এইচটিএমএল ৫ এর <!DOCTYPE > নিম্নরূপ ঃ


<!DOCTYPE HTML><html lang="en-US">
<head>
<meta charset="UTF-8">
<title>We Love Bangladesh</title>
</head>
<body>
<!-- This Tutorials created by Md Ashikuzzaman -->
<p>Bangladesh is a small but beautifull country</p>
</body>
</html>

এইচটিএমএল 4.01  এর <!DOCTYPE > নিম্নরূপ ঃ


<!DOCTYPE HTML PUBLIC "-//W3C//DTD HTML 4.01//EN" "http://www.w3.org/TR/html/strict.dtd">

<a>

বর্ণনা ঃ এটা হচ্ছে লিঙ্ক দেওয়ার ট্যাগ | লিঙ্ক এর সাহায্যে এক পেইজ থেকে আরেক পেইজে যাওয়া যায় , এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে যাওয়া যায় |

উদাহরনঃ
যেভাবে  <a> এর সাহায্যে লিঙ্ক দেওয়া হয় |

<a href="https://webbeginnertips.blogspot.com/2018/05/introduction-of-html.html"> Indruction of html </a>

এখানে ক্লিক করে টেস্ট করুন 

<abbr> 

বর্ণনা ঃ এটা হচ্ছে abbreviation দেওয়ার Tag |
যেমন ঃ WHO = World Health Organization

এইচটিএমএল পেইজে যেভাবে <abbr> ট্যাগ ব্যবহৃত হয়ঃ

<!DOCTYPE HTML>
<html lang="en-US">
<head>
<meta charset="UTF-8">
<title>We Love Bangladesh</title>
</head>
<body>
<!-- This Tutorials created by Md Ashikuzzaman -->
<p> The <abbr title="World Health Organization">WHO</abbr> is an International Organization</p>
</body>
</html>

রেজাল্ট ঃ নিচের WHO লেখার উপর মাউস নিলে আপনি এর abbreviation দেখতে পারবেন |

WHO

নোট ঃ <abbr> ট্যাগ ছাড়া শুধুমাত্র title attribute ব্যবহার করে abbreviation দেওয়া যায় কিন্তু search engine সেটাকে abbreviation হিসেবে গন্য করেনা | তাই কোন word এর  abbreviation দেওয়ার জন্য  <abbr> ট্যাগ ব্যবহার করা বাধ্যতামূলক  |

<address>

বর্ণনা ঃ এটা হচ্ছে ঠিকানা বা Address দেওয়ার Tag |
উদাহরণ ঃ
<address>
Name :Ashikuzzaman <br />
country : Bangladesh
</address>

<area>

বর্ণনা ঃ এটা হচ্ছে ইমেজ ম্যাপ এর এরিয়া চিহ্নিত করার Tag |
নোট ঃ এটি একটি single tag 


<article>

বর্ণনা ঃ এটা হচ্ছে ওয়েবসাইটে আর্টিকেল বা প্রবন্ধ লেখার Tag |
নোট ঃ ব্লগ বা পত্রিকার ওয়েবসাইটে এ ট্যাগটি সর্বাধিক ব্যবহৃত হয় |
 উদাহরণ ঃ

এইচটিএমএল পেইজে যেভাবে <article> ট্যাগ টি ব্যবহৃত হয়ঃ 

<article>
<h1>Bangladesh</h1>
<p>Bangladesh is a small country but very nice</p>
</article>

নোট ঃ এই ট্যাগ ব্যবহার না করলেও এইচটিএমএল পেইজে কোন সমস্যা হয়না কিন্তু SEO তে ভালো রেজাল্ট করার জন্য এ ট্যাগটি ব্যবহার করা বাধ্যতামূলক | 

<aside>

বর্ণনা ঃ এটা হচ্ছে Website এর sidebar চিহ্নিত করার ট্যাগ  |
উদাহরণ ঃ

এইচটিএমএল পেইজে যেভাবে <aside> ট্যাগটি ব্যবহৃত হয় ঃ 


<aside>
<div>
<h1>popular post </h1>
<ul>
<li><a href="#">HTML</a></li>
<li><a href="#">CSS</a></li>
</ul>
</div>
</aside>


নোট ঃ এই ট্যাগ ব্যবহার না করলেও এইচটিএমএল পেইজে কোন সমস্যা হয়না কিন্তু SEO তে ভালো রেজাল্ট করার জন্য এ ট্যাগটি ব্যবহার করা বাধ্যতামূলক | 


<audio>

বর্ণনা ঃ এটা হচ্ছে Website এ অডিও গান বা অডিও শব্দ দেওয়ার ট্যাগ |
উদাহরণ ঃ
<audio src="https://freesound.org/people/InspectorJ/sounds/419231/" controls></audio>


HTML TAGS LIST WITH EXAMPLE  ২য় পর্ব 

Thursday, May 3, 2018

Introduction of html

May 03, 2018 0

What is HTML ?

একটি ওয়েবসাইট বা Apps এর প্রথম ও প্রধান এবং সবচেয়ে গুরুত্ব পূর্ণ উপাদান হচ্ছে HTML | প্রাণ ব্যতিত প্রাণী যেমন মৃত ; তেমনি HTML ব্যতিত website মৃত | আরও ভালো করে বললে বলা যায় - এইচটিএমএল  ছাড়া কোন প্রকারের ওয়েবসাইট তৈরি করা যায় না |
website বা Apps তৈরি করা শিখতে চাইলে প্রথমে শিখতে হবে - HTML.
html
HTML এর পূর্ণরূপ হলোঃ Hyper Text Markup Language |

এইচটিএমএল   দিয়ে কি করা হয়ঃ


  • একটি ওয়েবসাইট  বা apps  এর structure বা মূল কাঠামো গঠন করা হয় | 
  • Tag আর Attribute এর মাধ্যমে এইচটিএমএল প্রকাশিত হয় | 
  • কয়েকটি Tag ব্যতিত  প্রতিটি Tag জোড়ায় জোড়ায় থাকে | 

what is Tag ?

এইচটিএমএল এর প্রতিটি Element বা উপাদান কে Tag বলে |
কয়েকটি Tag এর উদারনঃ

  • <!DOCTYPE HTML> এই ট্যাগ দিয়ে এইচটিএমএল এর ভার্সন ঘোষণা করা করা হয় |
  • <html></html> এটা হচ্ছে এইচটিএমএল এর মূল ট্যাগ , এর ভিতরে সব ট্যাগ রাখা হয় |
  • <body></body>
  • <h1></h1>
  • <p></p>
নোটঃ Tag এর  নাম শুরু হয়  <  ( left angle sign ) দিয়ে আর শেষ হয়  > ( right angle sign ) দিয়ে | 

Opening Tag :

/ স্ল্যাস চিহ্ন বিহীন Tag কে Opening Tag বলে |
যেমন ঃ

 <body>

Closing Tag:

/ স্ল্যাস চিহ্ন যুক্ত Tag কে Closing Tag বলে | 
যেমন ঃ 

</body>

Single Tag : 

এইচটিএমএল এর কয়েকটি Single Tag আছে ; যাদের কোন  Closing Tag নেই   , Single Tag কে   / স্ল্যাস চিহ্ন যুক্ত করে বা যুক্ত না করেও ব্যবহার করা যায় |
 যেমনঃ 
  • <img>
  • <br>
  • <hr>
অথবা 
  • <img/>
  • <br/>
  • <hr/>
নোটঃ  / স্ল্যাস চিহ্ন যুক্ত করে ব্যবহার করাই ভালো |

What is attribute ?

Attribute এর মাধ্যমে একটি  এইচটিএমএল পেইজ  অতিরিক্ত তথ্য প্রকাশ করে, Attribute কে ধরে css দিয়ে এইচটিএমএল পেইজ কে সুন্দর ও নান্দনিক করা হয় |
কয়েকটি  Attribute এর উদারন ঃ

  • style
  • class
  • id
  • loop
  • size
  • title
  • name
  • valu
 Attribute সব সময় Opening Tag এর ভিতর প্রবেশ করে |
যেমনঃ
<p title=" dhaka">Bangladesh</p>

লাল চিহ্নিত অংশটুকু হলো p ট্যাগ এর Opening Tag |

<p title="dhaka">Bangladesh</p>

কমলা চিহ্নিত অংশটুকু হলো p ট্যাগ এর Attribute |


History of HTML / এইচটিএমএল এর ইতিহাস

introduction of html
Tim Berners-Lee

এইচটিএমএল এর আবিষ্কারক ঃ

পদার্থ বিজ্ঞানী  Tim Berners-Lee ১৯৮৯ সালে এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ টি আবিষ্কার , তখন তিনি নাসা'তে কর্মরত ছিলেন |

W3C

এইচটিএমএল কে নিয়ন্ত্রন , রূপান্তর  ও পরিবর্তন করে যে সংস্থাটি সেটির নাম হলো world wide web consortium , সংক্ষেপে বলা হয় W3C | ১৯৯৬ সাল থেকে Tim Berners-Lee এর সাথে যুক্ত হয় W3C কর্তৃপক্ষ |

এইচটিএমএল এর  ভার্সন সমূহ ঃ


  • HTML                    ১৯৯১ সালে কার্যকর হয়
  • HTML 2.0              ১৯৯৫ সালে কার্যকর হয়
  • HTML 3.2              ১৯৯৭ সালে কার্যকর হয়
  • HTML 4.01            ১৯৯৯ সালে কার্যকর হয়
  • XHTML                 ২০০০ সালে কার্যকর হয়
  • HTML5                  ২০১৪ সালে কার্যকর হয়

এইচটিএমএল শিখতে কি লাগে ঃ 

কম্পিউটার অথবা ল্যাপটপ , একটি টেক্সট এডিটর আর Browser লাগে  |
টেক্সট এডিটর হিসেবে windows এর বিল্ড ইন টেক্সট এডিটর Notepad অথবা Notepad++ ব্যবহার করা যায় |
নোট ঃ Notepad++ ব্যবহার  করাই ভালো | এতে প্রচুর  সুবিধা পাওয়া যায় | 


Browser হিসেবে  windows এর বিল্ড ইন Browser Internet Explorer , Google Chrome ,Mozilla Firefox , Safari ও  Opera Mini এর মধ্যে যে কোনটি ব্যবহার করতে পারবেন |

নোট ঃ সব সময় Browser এর Latest Version ব্যবহার করবেন | 

এইচটিএমএল
google chrome

what is html
Mozilla Firefox

শিখতে কত দিন লাগে ঃ

এটা খুব সহজ একটি ল্যাঙ্গুয়েজ | মন লাগিয়ে শিখলে খুব দ্রুত শিখে ফেলতে পারবেন |